যেদিকে তাকায় শুধু তোমার ছবি ভাসে
বিমোহিত আমি আজ প্রায়,
ভেবে পাই না আজো কি করে তোমার কাছে
নিজেকে আমি নিয়ে যায়।
তোমার কোলে মাথা রেখে দেখবো স্বপ্ন
করেছি যে কত আশা,
ভালোবাসি তোমাকে বুঝাতে পারি না আজো
অবুঝ আমার ভালোবাসা।
চোখে চোখ রেখে শুধু কথা বলা নয়,
এ থেকেই ভালোলাগা ভালোবাসা হয়।
চোখে চোখ রেখে
মো পারভেজ হুসেন