সূবর্ণলতাকে একবার বলেছিলাম,
"সুলতা তুমি চা পছন্দ করো "?
সে খানিকটা অপছন্দের সুরে বলল, " না, চা আমার একটুও পছন্দ না।"
আমি খানিকটা হতাশ হয়ে বললাম,
"আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি শুনবে?"
সে অবাক হয়ে বলল, "কাকে"?
আমি একটু দূরে সরে গিয়ে বললাম, " চা কে"।
সূবর্ণলতা খানিকটা নিশ্চুপ হয়ে গেল।
আমি এবার কাছে এসে বললাম,
" তবে তোমার চেয়ে কম "।
★
চা বনাম ভালোবাসা
মো পারভেজ হুসেন
অ্যালবাম : সূবর্ণলতা