রাস্তার পাশে চায়ের দোকান দেখে
সূবর্ণলতা আমাকে হাত ধরে বললো,
" শুভ্র আকাশ, আজকে চা খেতে ইচ্ছে করছে।"
আমি খানিকটা বিস্মৃত হলাম।
সুলতার চা পছন্দ না অনেক আগে বলেছিলো একবার।
আমি অবাক তাকিয়ে বললাম,
"তুমি সত্যি চা খাবে?"
সুলতা বলল, "হুম সত্যি "।

আমরা দুকাপ চা হাতে হাঁটতে লাগলাম।
কলেজ গেট পেরিয়ে ডিপার্টমেন্টের সামনে
কৃষ্ণচূড়া গাছের নিচে বসলাম।
বসন্তের কৃষ্ণচূড়া ছড়িয়ে ছিটিয়ে আছে মাটিতে।
যেন লাল পাঁপড়িতে ঢেকে গেছে নিচটা।
সূবর্ণলতার হাতে হাত রেখে বললাম,
"হঠাৎ চা খেলে যে?"
সুলতা বাগানের এক প্রান্তে ফুটে থাকা
অলকানন্দার দিকে তাকিয়ে বলল,
"একটা ফুল নিয়ে এসো। "
আমি অলকানন্দা এনে গুঁজে দিলাম তার খোঁপায়।
সে বলল, "মাঝে মাঝে প্রিয় মানুষের পছন্দের জিনিসগুলোকে
নিজের পছন্দের করে নিতে হয়।"
আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলাম।
সূবর্ণলতা হয়তো বুঝতে পেরেছে,
সেই হাসি আর সমস্ত ভালোবাসা তার জন্যই।


কবিতা : চা প্রেমি ভালোবাসা
কলমে : মো পারভেজ হুসেন
অ্যালবাম : সূবর্ণলতা



বি দ্র : আজ বিশ্ব চা দিবসে আমার মতো সকল চা প্রেমিদের প্রতি ভালোবাসা রইলো।।