চেয়েছিলাম
আকাশের সপ্তর্ষিমণ্ডল তোমাকে এনে দিতে চেয়েছিলাম,
এনে দিতে চেয়েছিলাম পড়ন্ত বিকেলে একমুঠো সুখ।
চেয়েছিলাম মহাশূন্যের প্রেমের ভেলায় ভাসাতে।
চেয়েছিলাম তোমাকে আমার সাথে নিয়ে
হালকা কুমাশার মাঝে হারিয়ে যাবো।
চেয়েছিলাম তোমার হাতটা আমার হাতে রেখে
পাশাপাশি হেটে যাবো বহুদূর।
কচুপাতার উপর জমে থাকা শিশিরের জল
তোমার কৃষ্ণকালো চুলে ঢেলে দিতে চেয়েছিলাম।
চেয়েছিলাম আমার প্রতিটি লেখায় তুমি থাকবে,
তুমি থাকবে প্রেমের কাব্য হয়ে।
হারিয়ে গিয়েছে সকল সাজানো স্বপ্ন।
আমার সম্মুখে কোকিল ডাকে না আর।
আমার সামনে নাচা ভুলে গেছে দোয়েল, ফুলগুলো শুকিয়ে গেছে।
আমার চোখের পানি দেখে থমকে দাঁড়ায় ভালোবাসারা।
আমি চেয়েছিলাম,
হ্যা, হ্যা আমি মন থেকে চেয়েছিলাম
তোমার ইচ্ছেগুলোকে আমার করে নিতে। নিরাশার বালুচরে হারিয়ে গেছি আজ,
হারিয়ে গেছি আমি।
(বিরহপ্রবাহ)