আর কতকাল বিশ্ব মাঝে অন্যায়েরই ঝঞ্জা রবে,
আর কতকাল ধুঁকে ধুঁকে গরীবদেরই মরণ হবে।
ক্ষমতারই চূড়ায় বসে রক্ত চুষে খাবে কত,
ঘাড় ধরে বের করা হবে দেশের জঞ্জাল আছে যত।
অট্টালিকায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখো চাঁদে যাবে,
টাকার মাঝে ডুবে থেকে তুমি আসল সুখ কি পাবে?
অন্যায়েরই মাঝে তুমি কি আনন্দ খুঁজে বেড়াও, সত্যিকারের ভালোবাসা সেই পথে থেকে কি পাও?
তোমার যত ইচ্ছে তাতো অন্যজনের মন্দ করে,
গরীব-দুঃখীর অর্থ দিয়ে তোমার শুধু গুদাম ভরে।
টাকার কাছে বিক্রি সবাই হোক সে নেতা কিংবা চেলা,
রোগ ধরেছে সবাইকে আজ শুধু শুধু মিথ্যে বলা।
অন্যায় কভু থামবে নাতো মানুষ ভালো না যদি হয়,
ভাই হয়ে ভাইকে খু/★ন করে কিভাবে সে শান্তিতে রয়।
আজকে যদি বিশ্ব মাঝে অন্যায়েরই হয় প্রতিবাদ,
ক্ষমতাসীন ভেংচিয়ে বলে হয়ে গেছে সে বড্ড উন্মাদ।
বিশ্ব মাঝে চোর নেতাদের লা★/ত্থি দিয়ে মারতে হবে,
তবেই তো অন্যায়টা সরে ন্যায়ের পথে বাতাস রবে।


আর কতকাল বিশ্ব মাঝে
মো পারভেজ হুসেন
রচনাকাল : ২০২২