আমি চাই,
কিন্তু কী চাই!
এটা এখনো বুঝতে পারিনি আমি।
হয়তো এদেশে শান্তি চাই।
দেশ আজ ভরে গেছে অশান্তির দাবানলে
জ্বলছে চারদিক, পুড়ছে সবকিছু।
বিলীন হয়ে যাচ্ছে মানুষের চিন্তা-চেতনা,
মনুষ্যত্ববোধ,
বিকৃত হয়ে যাচ্ছে সকলের মস্তিষ্ক,
না, পরিবর্তন হচ্ছে না কোনোকিছু।

কাঠ-ফাঁটা রোদে পুড়ে যায় কৃষকের পিঠ,
কেন তাদের মুখে হাসি নেই আজ?
লাঙ্গলের হাতল ধরার জন্য তাদের হাতে
সেই দৃঢ় শক্তি আজ আর নেই।
কেন শ্রমিক না খেয়ে ঘুরে বেড়ায় রাস্তায়,
রাত কাটায় রেলস্টেশন, বাসস্টেশনে।
দেশ আজ ভরে গেছে লোভীদের ভিড়ে।
সকলেই শুধু বাঁচতে চাই।
বেঁচে থাকার তীব্র কামনায় বাড়িয়ে দিচ্ছে অশান্তি,
ধ্বংস করে দিচ্ছে মানবসমাজের ভালো দিকগুলি।
সবাই আজ হয়ে গেছে আত্মকেন্দ্রিক,
নিজ চিন্তায় বিভোর।
কেউ আর খোঁজ নেই না প্রতিবেশির,
সকলেই ভুলে গেছে পরোপকার শব্দটি।
আমি চাই,
শান্তি চায় মানবসমাজে।
শাস্তি চায় তাদের,
যারা সৃষ্টি করে অশান্তির দাবানল।
অন্যের কষ্টে হাসি পায় যাদের,
আমি তাদেরই তো শাস্তি চাই।

বই: বদলেছে পৃথিবী: এগুচ্ছে অন্যদিকে ( অপ্রকাশিত)