ছুটে চলি আমি আপনার মতো কারো কথা না শুনি,
জালিমের ঘাড়ে চেপে বসে সেই বজ্র নিশান গুনি।
চারদিকে বাজে ঢোল তবলা দ্রিম দ্রিম দিম,
বৃষ্টি হয়ে ঝরে অন্যায় রিমঝিম রিমঝিম।
তাইতো দেখা হয়,
মানুষ কাহারে কয়৷
যাকে দেখি আমি মানুষ রুপে সে আসল মানুষ নয়,
মানুষের ঘাড়ে বসে বলে সে জয় শয়তানের জয়।
বুঝে না এসব গাধা, হাঁদা আর চাঁড়াল মার্কা দল,
ঈশানের ঝড় দেখে বলে আসুক দেখাবো বাহুবল।
প্যান্ট শার্ট পড়ে লাফিয়ে বেড়ায় ভাবে নিজেকে সেরা,
এত ভীতু ফের চারপাশ তার বডিগার্ড দিয়ে ঘেরা।
আমি কেন তার শুনবো কথা আমি তো পাগল নয়,
আমি বুঝি আমার কোনটা খারাপ কোনটা বিশ্বজয়।
হায়রে অধঃপতন,
মানুষ আজকে ডেকে নিয়ে আসে আপনারই মরণ।
যে মরণ শুধু ঘৃণা জন্মায়, জন্মায় ক্ষোভ, রাগ,
প্রশংসা শুনে কেউ কেউ ফের হয়ে যায় উন্মাদ।
এটা বুঝে না প্রশংসা শুধু সামনেই সে পাই,
পিছনে গিয়ে সকলে তাকে লাথি দিয়ে দিয়ে যায়।
তার কথা শুনলে মুখ ভেংচিয়ে বলে শালা শয়তান,
সারাটা জীবন গেয়ে গেল শুধু তোষামোদেরই গান।
আমি চলি তাই আমার মতো কাউকে না মানি,
জালিমের থেকেও আমার চিন্তা উত্তম তা জানি।।।


আমার চিন্তা
মো পারভেজ হুসেন