আজও অবিশ্বাস্যভাবে বেঁচে আছি আমি
নিশ্চুপ যন্ত্রণার নির্বাক নাবিক হিসেবে।
তুমি তো চলে গেলে আমাকে একা করে,
শুকতারার রুপ ধরে ওই দূর নীলিমায়।
আচ্ছা, আমার মন খারাপ কি তোমার ভাবনায় আসে?
হাজারো স্বপ্নের ছড়াছড়ি ছিলো আমাদের,
ছিলো একসাথে বাঁচার দীপ্ত প্রয়াস।
নিজের সুখের কথা ভেবে ছেড়ে চলে গেলে,
আমার কি হবে?
আমার কি হবে একবারো ভাবো নি তুমি।

মৃত্যু যন্ত্রণা কেমন বুঝে গেছি আমি,
বুঝেছি পৃথিবীতে ভালোবাসাটা দামহীন কিছু।
আমার হৃদয় আজ পাথর হয়ে গেছে,
শোক বিহ্বল হৃদয়ে নেই কোনো শান্তি,
নেই কোনো আশা।
জীবন্ত লাশটি বহন করে আজও তোমার স্মৃতি।
মনের মাঝে বয়ে বেড়ায় তোমার মায়া,
তোমর ভালোবাসার,
তোমার আমার খুনসুটির আনন্দগুলো।

জানো,
আজ বড্ড একা হয়ে গেছি আমি।
ক্লান্ত হয়ে গেছে আমার পথচলার চঞ্চল গতি।
বদ্ধ ঘরের চাপা কান্না কি দেখতে পারো তুমি?
জানি পারো না।
কখনো ভুলবো না তোমায়,
ভুলবো না তোমাকে দেওয়া আমার কথাগুলো।


আজও অবিশ্বাস্যভাবে বেঁচে আছি
মো পারভেজ হুসেন