আজ সৃষ্টি নামের গুঞ্জনে
ফুটছে যে ফুল, ভাঙছে তরী কোন জনে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে।

আজ সৃষ্টি রেখার প্রলাপ ধ্বনি যাক মুছে
কান্না দিয়ে দূঃখ সকল যাক ঘুচে।
স্রোতস্বিনীর উঠলো জোয়ার ফের জেগে,
মৃত্যু খেলা আসছে যে আবার রেগে।
কল্লোলিত ধ্বনির দ্বারা এই ধরা
উঠলো আবার ধ্বংস নিশান কোন বনে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে।

আজ বৃক্ষ মাঝে ফুটিয়ে তোলে হুল যারা,
সেই সাধুর বেশে গিরির দেশে বাস তারা।
কত মিথ্যা আশা বাণী দিয়ে যায় সরে,
আর গর্দভেরা জীবনটাকে শেষ করে।
পূব আকাশে হাসছে রবি মিটমিটি
হাত ঢোকানোর স্বভাব তাদের সব ভ্রুণে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে,
ফুটছে যে ফুল, ভাঙছে তরী কোন জনে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে।

রোজ যমদূতের ওই কণ্ঠধ্বনি যায় শোনা,
থামে উৎপীড়িতের দুচোখের স্বপ্ন বোনা।
শান্তি বাতাস খুঁজে বেড়ায় কোন দেশে,
কোন সে গরীব আছে সুখের উল্লাসে।
রাত্রি মাঝে শান্তি নাই
ঘুম সে এখন কোন পাড়ায়,
কোন সে দেশে বাঁচা সহজ
মৃত্যু যেথা রোজ না যায়।
রক্তে আগুন জ্বালাবো ফের
উল্টোদিকে ঝড় আসুক এই নির্জনে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে।

এখন ফুটছে হাসি হা হা করে কোন মুখে
কোন সে সাহস উতরে উঠে কার বুকে,
অগ্নিকণা সহ্য করে কোন সে জন
লাত্থি দিয়ে ভাঙ্গবো শিকল কে রুখে।
পদতলে থাকবো বলে এই ধরায়
আসিনি তো বুঝাবো এই শিক্ষণে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে
ফুটছে যে ফুল, ভাঙছে তরী কোন জনে।
উঠবো জেগে এবার ঠিকই পৃথ্বী নামের এই বনে,
আজ সৃষ্টি নামের গুঞ্জনে।