হে বাঙালি জাতি,
বায়ান্ন ফিরেছে আবার।
পুলিশের সামনে বুক পেতে দিয়ে টগবগে যুবক
জানান দিচ্ছে অধিকার ফিরে পাবার।
শহরের সাঁজোয়া পোশাকের আবৃত কুকুরটি
ক্ষণে ক্ষণে পালাচ্ছে রাস্তা থেকে।
ব্যারিকেড ভেঙে তাদেরই সাঁজোয়া যান বীর ছাত্রদের দখলে।

হে বাঙালি জাতি,
তোমাদের এই প্রজন্মের সূর্য সন্তানদের দেখে নাও,
যারা পাকিস্তানের মতো নব্য অধিকারহরণকারীদের বিরুদ্ধে লড়ছে।
যারা কাঁপিয়ে বেড়াচ্ছে পথ ঘাট।
আপামর জনতা যাদের দোয়া দিচ্ছে অবিরত।

হে বাঙালি জাতি,
২৪ এসে ৫২ কে দেখে নাও আরেকবার।
এভাবেই বায়ান্ন বারবার ফিরে আসে অধিকার আদায়ের জন্য।
এভাবেই ২৪ তৈরি হয় অধিকার আদায়ের জন্য।

কবিতা : ৫২ এখন ২৪
কলমে : মো পারভেজ হুসেন