কাম বাসনায় বারবার পরাজিত হয়ে গিয়েছি পতিত বেশ্যাদের কাছে,
নগ্ন দুহাতে শরীর মর্দনে মেতেছি বুনো উল্লাসে।
ভালোবাসা নয়,আমায় শরীর দান কর,
নিজের শরীরে বেঁধেছে উঁইপোকাদের বাসা,
জীর্ণ শরীরের ভাষা পড়তে কি পার?
        প্রেম নেই? তাতে কী,
   আছে নগ্নতায় ভরা কাম বাসনায় ঠাঁসা।

কাঙালের মত যতবার গিয়েছি তোমার কাছে,
খুঁজেছি তোমার মাঝে একটুকু উষ্ণতা
কেন বেঁধেছ শত নিয়মের বেড়াজালে?
শীতার্ত আমি পাইনি কিছুই,না শরীর না ভালোবাসা।

এখন ভালোবাসার জন্য কোন আক্ষেপ নেই আমার,
জানো তুমি দুধ থেকে কি করে মাখন করতে হয়?
ওদের কাছে গিয়ে এখন আমি জানি,
কী করে শরীর মন্থনে ভালোবাসা নিংড়ে আনতে হয়।