অতো বেশি চাইনি তোমার কাছে,
দুজনে আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুমুবার সাধ,
শুধু নুয়ে যাওয়া এই পিঠে,
একটু ভালোবেসে রেখো তোমার হাত।
অত বড় কিছু চাওয়ার,স্পর্ধা ছিলো না আমার,
ঠোঁটের মাঝে নাইবা ডুবালে ঠোঁট,
শুধু বিদায় বেলায় দু চোখ তোমার
একটু সজল হোক।
তোমার করুণাধারায় নাইবা হলো আশ্রয়,
শুধু যেদিন আমি ঝরে যাব
শুকনো ফুলের মতো,
ঝরা ফুলের স্মৃতির সুবাস,তোমার গায়ে মেখো।