এলোমেলো কথামালা-০১
আর একখানি আরক্ত হৃদয়
হয়তোবা তোমার ঐ ছুড়ির আঘাতে হয়ে গ্যাছে এফোঁড় ওফোঁড়।
এতটুকু, শুধু এতটুকুর জন্যই কি সমস্ত রাত কেটে গ্যাছে অনিদ্রায়,
বুনে গ্যাছ অন্তর্জাল সুনিপুণ হাতে।
এলোমেলো কথামালা-০২
চৈত্র মাসের ধু ধু করা মাঠে সবকিছু গ্যাছে জ্বলে,
সান্ধ্য সূর্য লাল হয়েছে বেদনায় জ্বলেপুড়ে।
নগ্ন পায়ে শুকনো মাটি দলে হেঁটে গ্যাছি আমি রোজ
তোমরা পারনি আমায় দিতে সেই ক্লেদাক্ত মাটির খোঁজ।
এলোমেলো কথামালা -০৩
সাদা মেঘের তুলো,ধূসর ইচ্ছেগুলো
হাত বাড়িয়ে ধরতে যখন যাই,
ইচ্ছেগুলো ছড়িয়ে থাকে-
হাতের মাঝে নাই।
এলোমেলো কথামালা-০৪
তোমার কাছে এলাম আমি ফিরে,
অন্ধকারে দাঁড়িয়ে আছি একা।
আলিঙ্গনে বাঁধো আমায় জোরে,
আর হবে না তোমার সাথে দেখা।
শুকনো পাতা পড়ছে ঝরে ধীরে,
অচেনা ভয়ে ফ্যাকাসে হয় মুখ,
মৃত্যু আমায় আপন করে নিলে,
জড়িয়ে রেখো সঘন চুম্বনে।