চামড়া ঝুলে পড়া বৃদ্ধার জরাগ্রস্ত হাত,
গলিত লাশের হা করা মুখে মাছি দের ওড়াওড়ি,
আমৃত্যু তাড়া করছে অভিশাপ,
শাপমোচনে হন্যে হয়ে ঘুরি।
যতই দূরে রাখিনা কেন নিকষ কালো আঁধার,
আমার আর্ত চিৎকারে প্রকম্পিত চারিদিক,
গিরগিটির মত রঙ বদলাই তবু ফিরে আসে এরা বারবার,
জীবম্মৃত দেহটা খুবলে খায় নরকের সব কীট।
তাইতো এ আঁধার আমার আপন আঁধার,
নিঃশব্দে এর মাঝে হব বিলীন,
আলোর পূজারীরা সব দূরে সরে যাও আজ-
পরতে দাও আমায় শাপগ্রস্ত আঁধারের তাজ।