দিন শেষ হয়ে নেমে আসে
অন্ধকারের কালো ছায়া,
গভীর রাত পর্যন্ত তোমার জন্য জেগে থাকি
লাগে নাকি তোমার একটু মায়া।
রাখালেরা গরুর পাল নিয়ে
ফিরে আসে লোকালয়ে,
গৃহিণীরা ঘর আলোকিত করে প্রদীপ জ্বালিয়ে।
বক পাখির দল সারি বেধে
পাখা মেলে উড়ে যায়,
কৃষকেরা সকল কাজ রেখে
ফিরে আসে আঙিনায়।
বসে আছি আমি নির্জনে
ভাবছি তোমার কথা,
আমার জন্য লাগে নাকি
তোমার একটু মায়া।
জোনাকিরা আলো জ্বালিয়ে দিচ্ছে
ফুলের বাগানে,
মিটমিটে এই আলোতে আসছ কি তুমি
আমার স্মৃতির পাতাতে।
ফুলেরা সুভাষ ছড়িয়ে দিচ্ছে
আমার চারপাশে,
বসে বসে শুধু ভাবছি
আসবে কি তুমি আমার কাছে।
একটু একটু করে রাত গভীর হল
তবু তুমি এলে না,
আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না।