হাওয়ার উপর চলো মানুষ
হাওয়া চিনো না।।
হাওয়ায় একদিন মিশে যাই বা, বিশ্বাস করো না।
একই হাওয়ার কত রূপ, তুমি দেখ কি?
এই হাওয়ায় উইড়া যাইবা ভেবে দেখছ কি?
যেদিন থাকবে না এই দেহে প্রাণ কোথায় যাইবা তুমি
এই হাওয়াতেই উড়াল দেব তুমি আর আমি/
এই হাওয়াতে মিশে যাব তুমি আমি।
দেহের খাওন কত কি, মনের খাওন হাওয়া,
হাওয়া যদি না থাকে, তুমি মন রে কি খাওয়াবা?
হাওয়া যদি না থাকে প্রাণ পাখি উড়াল দিবে,
উড়াল দিয়ে সেই হাওয়াতে রবে পাখি ভাইসা
হাওয়ার উপর চলো মানুষ, হাওয়া চিনো না।