বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা টা হইলো ছাই,
সোনা বন্ধু রে তোরে ছাড়া বাঁচার উপায় নাই
প্রাণ বন্ধু তোরে ছাড়া বাঁচার উপায় নাই ।।
কতদিন দেখি না আমি তোর ওই সোনা মুখ
তোরে ছাড়া কেমনে থাকি নিয়ে হাঁসি মুখ,
হাঁসি মুখ আর হাঁসি মুখ নাই
নাই আর আমার কোথাও ঠাই।
সোনা বন্ধু রে, প্রাণ বন্ধু রে তোরে ছাড়া বাঁচার উপায় নাই।
দিনের পরে দিন চলে যায়, রাতের পরে রাত ও যায়
একা একা তোর লাগিয়া গোপনে তে কেঁদে যায়।
এভাবে আর কত যাবে দিন রাত আর চোখের জল,
কেন বন্ধু আমার সাথে করে গেলি এমন ছল।
তিলে তিলে গড়া ভালোবাসা এক নিমেষেই করলি ছাই।
সোনা বন্ধু রে, প্রাণ বন্ধু তোরে ছাড়া বাঁচার উপায় নাই।