তোমার একটু স্মৃতি ছুঁতে চাই
তাই ভরা জোছনার রাতে
চলে যাই ছাদের কার্নিশে,
একদিন চলে যেতে হয়
একদিন মরে যেতে হয়
তবুও তোমার বুকের পরে
ভরা জোছনার নদী
ভাসিয়ে দিয়ে যেতে চাই,
অতৃপ্ত পলায়ন নয়
মধুর সম্পর্ক দিগ্বিদিক
জ্ঞানশূন্য হয়ে যায়,
তাকে আটকানো যায় না
কাঙ্খিত সম্ভাষণে।
ধীরে ধীরে রাত্রি বেড়ে যায়,
অধীর হই আমি
হাওয়ার স্রোত সারা শরীরে
ছড়িয়ে পড়ে আমার,
তোমার শরীরের সুবাস
পেতে চাই,
তুমি তবুও আনমনা হও না
ডাক শুনে,
গভীর রাত্রির পদতলে
চলে যায় স্মৃতির জোছনারা।