প্রচ্ছন্ন কিছু পাতা যখন বহন করে দীর্ঘ প্রেমের রাত,
মনে হয় হাজার বক্ষ ভেদী বেদনা সে একা লুকিয়ে রেখেছে সঙ্গোপনে,
হঠাৎ ঝড় আসে, বুকের ভিতরটা টেনে নিয়ে চলে যায় সে কোন মাঠের শেষে,
জগতের সব খরচ মেটানোর পর যেটুকু পরে থাকে, সে বিদ্রোহ করে সেটুকু র জন্য,
কারোর প্রেম পড়ে থাকে স্কুলের পাশে বটগাছের নিচে,
কারোর দুই ফ্ল্যাটের সম্মুখ জানালার মধ্যিখানে,
কিন্তু ঐ অপূর্ণতা টুকুর রেশ যে রয়ে যায় শেষ অবধি,
সবাই তো এক আকাশের নীচে তারা হয়ে জ্বলতে পারে না।