হঠাৎ ই কালবৈশাখী দমকা ঝড়
শুরু হল,
চারিদিক ভাসিয়ে নেমে এল
প্রবল বৃষ্টি,
গোয়ালঘরের থেকে ছুটে
ফিরে এলাম গোটা দশেক আম কুড়িয়ে,
মা মাথা মুছিয়ে
পড়তে বসালো,
সামনে দপদপ করছে
হারিকেনের শিখা -
যেন বলতে চায় সে
আজ পড়তে হয় না,
এমন রাতে হাওয়ার সাথে
খেলতে হয়, ঝড়ের সাথে
বন্ধুত্ব করতে হয়,
বাইরের রূপ একবার দেখলাম
জানলা দিয়ে,
কি ভীষণ রূপ!
এই ঝড়ের,
বাইরের বারান্দায় এসে
একটু দাড়ালাম -
মনে হল একটা পাগল
যেন বুকের খাঁচা ছেড়ে
উড়ে যেতে চাইছে
ঐ মেঘের দেশে।