মাঝে মাঝে একটা পাগল করা হাওয়া আসে,
যা চির নতুন তাই ব্যক্ত করে,
বলে সে মৌন উক্তিতে, হে প্রেমিক, যাও,
বলে দাও, ভালোবাসো, খুব খুব ভালোবাসো,
দহন রাত্রির ঘর্মাক্ত মানুষের ভিড়ে
তুমি তাকে দেখেছো, তাকে আবার নতুন করে আবিষ্কার করেছ, এবার তাকে বলে দাও;
স্নিগ্ধ পুকুর থেকে সন্যাসী একে একে উঠে আসছে,
তাদের পদচিহ্ন জল হয়ে ফুটে থাকছে,
সেই দিক থেকে আবার চোখ চলে যায়
তার দিকে,
অবুঝ হাওয়া সাহস যোগায়, বলে,
যাও কথা বলো,
মনের অন্তর্নিহিত ব্যর্থ বাসনা পূর্ণতা পাবার
আসা করে, চারিদিকের জন সমাগমে সাহসে ভাটা পড়ে,
একটা পাগল করা হাওয়া,
সেই মুহূর্তে এসে বলে,
যাও, বলে দাও, তাকে!