ঘুমায়ে পড়িব আমি এই মাঠে একা, তবু তুমি
আসিবে না কাছে, বসিবে না পাশে, জানি আমি;
শীতের দীর্ঘ রাতে ঝড়ে যাবে পাতা, ধীরে ধীরে
তারা উড়ে এসে পড়বে আমার হৃদয়ের 'পরে,
তোমার চুলের মতো অন্ধকারের সুঘ্রাণ যেন
থাকবে সে পাতার রন্ধ্রে রন্ধ্রে, তবু কি ভুলিব আমি
সেই যত তোমার ঋণের কথা; হয়তো অনেক রাতে ফড়িঙের
শিশুগুলি শিশির ভেজা ঘাসে ডুবে যাবে, হয়তো তখন
রাত অনেক সে ফাঁকা মাঠে, হয়তো পৃথিবীর সবচেয়ে
দীর্ঘ রাত, সবচেয়ে শীতল রাত; তবু কোনো কারণে
তোমার চোখ হয়তো দেখবে চেয়ে কোনো এক ধূসর
মদিরার নেশা আরো কোনো গভীর নেশায় ডুবে যাবে,
তখন তোমার শরীরের আঘ্রাণ পাবো আমি, কোনো এক
অসীম দূরের দেশের সমুদ্র তীরে বণিকেরা যেরকম
মাংস নিয়ে খেলা করেছিল - সেরকম তুমি কিছু তারিফ
অর্জন করবে, তবু তো অনেক দূর, ভেবে যাবো, তোমার
ধ্বংস তবু বহুদূর, আমার হৃদয়ের থেকে।।

~ বিশ্বজিৎ লাই