রাত দুপুরে চাঁদের আলো
দেখতে লাগে বড়ই ভালো,
আকাশ যখন তারায় ভরা
অনেকে তো ঘুমিয়ে মরা;
আমি কিন্তু দেখতে থাকি
শখটা আমার জানিয়ে রাখি-
রূপোলি ওই দীঘির জলে
চাঁদের আলোয় শিশির ঢালে,
দেখলে তুমি বুঝতে তখন
কল্পনাতে স্বর্গ কেমন;
বাঁশের পাতার মধ্যিখানে
বলছে যেন গল্প কানে-
কোন সে দেশের রাজার কথা
উজ্জয়ীনির গল্প গাথা,
গল্প আরো বলছে কত
ঠিক যেন ওই বুড়ির মত,
বেতাল কাঁধে ছুটছে রাজা
গল্প পঁচিশ শুনতে মজা,
আরব দেশের সহস্র এক
চালাক রানীর বুদ্ধিটা দেখ,
হ্যামলিনের ওই বাঁশিওলা
যাদুর সুরে ইঁদুর ভোলা।