বঙ্গের টাইটেল কত আছে শুনেছ?
হিসেবটি করে ভাই একবারও গুনেছ?
মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি প্রথমেই,
সকলের মুখে তুমি এগুলোতো শুনবেই;
রায় আছে, পাল আছে, হাজরা ও নন্দী,
গায়েন-বায়েন কত ঝোলাতেই বন্দী।
কত সব আছে জানো বাগ, সিং, কুন্ডু;
মাথা নেই 'ধর' আছে, আর নেই মুন্ডু।
মালিক যেমন আছে দাস আছে তেমনি,
সাঁতরা, গড়াই ঘোষ তোমরা কি শোনোনি?
হালদার, বাগচি, সাহা আর বিশ্বাস;
সিনহা, দে - না বলে ফেলব না নিঃশ্বাস।
'খাঁ' আছে সিংহ-টা ভুলে গেছি বলতে,
ভটচায্ থাকবে তো সকলের মাথাতে।
ছোটবেলায় লেখা একটি কবিতা।