এখনও তো মাঠে আলেয়ার আলো

নেভেনি - এরই মধ্যে চলে গেলে,
এখনও তো তারা জ্বলছে পূবাকাশে -
তবে কেনো গেলে,
এরপর দীর্ঘ অপেক্ষায় থাকব আমি
জানি তো - এটা হওয়ারই ছিল !

তারপর শ্রাবণের কোনো এক সন্ধ্যায়,
যদি ফিরে আসো, কোনো
বকুলের বেশে কিংবা চাঁপা - র,
সুগন্ধে তুমি ভরিয়ে তুলবে জানি
সমস্ত উঠোন - ঘর আমার -

তখন কি আমি পারবো তোমায় চিনতে ?
আমি কি পারবো তোমায় ফিরিয়ে নিতে ?

জানি তুমি দুর্মূল্য গোলাপ,
নষ্ট হবে না - কো সামান্য ঝড়ে -
আমার অগাধ বিশ্বাস হবে না
তোমার খেলার সামগ্রী, জানি -

তবু কি আমি পারবো তোমায় চিনতে ?
আমি পারবো ফিরিয়ে নিতে ?

জানি তুমি ছেড়ে গেছিলে আমায় চলে
বর্ষা বিকেলে, চুপি চুপি, না বলে -
গেছিলে তুমি কোনো স্বর্গরাজ্যে
হতে নর্তকী - ভাবলে, পাবে অনেক
কিছু - কিন্তু তুমি যে শুধুই তাদের
উপভোগ্যা - আর কিছু নয় -

অবুঝ তোমার মন -
কিছুতেই বুঝলো না সেটা।

আমি মনমরা, বসে থাকি এক কোণে,
তুমি খুঁজে ফেরো, আমায় গভীর বনে -
তবু পাবে না -
ভালোবাসা যদি থাকে তবু
এক চিলতে সিঁদুরের মতো -
হয়তো পেতেও পারো -

তারপর কোনো এক সবুজ সন্ধ্যায়
জ্যোৎস্নার আলো নিয়ে আসবে
আমার কাছে -
তবু কি আমি পারবো তোমায় চিনতে ?
আমি কি পারবো তোমায় ফিরিয়ে নিতে ?

অভিজ্ঞান আংটি থাকবে না তোমার
হাতে - শকুন্তলার মতো -
তবু আমি চিনে নেবো !

আমিই বা কোথাকার দুষ্মন্ত্য রাজা,
যে তোমাকে হতে হবে আমার
শকুন্তলা - বলবে তুমি রসিকতায় !
বলবে তুমি মিষ্টি হাসি হেসে -
তখনও জ্বলবে আলেয়ার আলো -
দূর ওই মাঠের শেষে !!