একবার ভালোবেসে যাও
এই মহিয়সী প্রকৃতিকে ,
তারপর তোমার হাজারো বিচ্ছেদ
লহমায় মেনে নেবো , জানি
ভেঙে যাবো ওই ভালোবাসা
শীতের মাঠের মাঝে না পেলে , তবুও
চলে যাবো সব দিন
বিষন্ন হৃদয় নিয়ে গহীন অরণ্যে ;
বাঁকা ইস্পাতের মতো জমে গেছে
শীতে ওই পথের সারমেয় ,
বিশিষ্ট পিঞ্জর থেকে শেয়ালের -
বেরিয়ে এসেছে তার থকথকে
লাল হৃদয় , রক্ত মাখিয়ে দিয়েছে শোকে ,
অমনতরো ভালোবাসা দিয়েছিলো
স্বপ্নের নক্ষত্র রাজ্যের রূপসীরা -
সাদা নরম দেহের থেকে রক্ত বের করে
ভাসিয়ে দিয়েছিল আমার দেহ ,
কোনো এক মেঠো চাঁদের রাতে ;
তবু তো করুণা হয়
মানবীর এমন চলে যাওয়া দেখে ,
বুকের অসুখ রেখে আমার বুকেতে ;
যারা সব ভালোবেসে গেল
অবাধ হৃদয়ে - তারা সব ভেঙে গেল
উল্কার মতো বসুধার টানে ;
ভাঙা ভাঙা মাটির ঘরের পাশে
বেড়ে ওঠা লতাপাতা , ছাদ ফুটো করে
ঢুকে যাওয়া নিঝুম সন্ধ্যা , শীতল জলের পুকুরের পাড়ে
খড়ের মেট - সবাই আজ শীতরাতে
ডুবে যেতে চায় কোনো এক
একাকী মানবের হৃদয়ের করুণ দুঃখে ।