দেখছি শুনছি কাহিনী, যে ৩২ এ করেছিলো হানা
এখন শুনি নতুন গল্প ,৩২ই নাকি তার অজানা।
বহু বছর পর সুযোগে,গর্ত থেকে উকি মেরেছে সে
বক বক করে জোড় গলায়, পরিবেশ অনুকূলে যে।
ইতিহাস রটাইলো যে বেটায়, সে'ই বলে মিথ্যা
২৪ এর গুলা তারই পেছনে,খুজতেছে জীবন দীক্ষা।
৭২ এর কবর রচনা করবে,বক্তৃতায় বলে হত্যাকারী
দাড়াও বাছা,বেশি দিন তো না,ফরমান হচ্ছে জারি।
ফরমানে হবে দেশ বিরোধীতা,তা বুঝেছো নাকি?
ধর্মের নামে ক্ষমতার লোভে করেছো মুনাফেকি।
দেশের খেয়ে দেশ বিরোধী,চলবাই আর ক'দিন?
একদিন আসবে জনগণ তোমার, চুকাই দিবে ঋণ।
মুক্তিযুদ্ধকে হেয় করে, নতুন ইতিহাস করতে চাও?
পূর্বে তোমার বাপ-দাদারা,তুমি কি দেখতে পাও?
বাপ-দাদারা দড়িতে ঝুলেছে,খেয়েছে চরম দোলা,
এমনই কিছু তৈরী হচ্ছে,ওহে আমার পাগলা ভোলা।
তুমিও যাচ্ছো সেই পথে আজ,সাবধান হও সাবধান,
না হয়,জনগণ কিন্তুু রচনা করিবে,তোমার শ্মশান।

(১৯৭১ এরর মুক্তিযুদ্ধ আর ১৯৭২ এর সংবিধান স্বাধীন বাংলাদেশের একান্ত। এটাকে যে ই অবমাননা করবে তার বিরুদ্ধে দাড়াবোই)