নদীর পাড়ে বসে আছি একা একা
সাথে তুমি নাই,
দুইজনে বসে মুহুর্তটা উপভোগ করার সুখ
বলো আমি কোথায় খুজে পাই?

দক্ষিনা বাতাসটা আসছে সম্মুখ দিয়ে
আমার চুলগুলা উড়াচ্ছে উত্তরে,
তুমি থাকলে কতইনা ভালো হতো
গোটা বাতাসটা বয়ে যেত দুই মনের প্রান্তরে।

তুমি যদি বসতা হেলান দিয়ে আমার উপর
রাখতা তোমার মাথাটা আমার কাঁধে,
জোড়া শালিকগুলা বলে উঠতো তখন
"হিংসা হয় তোমাদের ভালোবাসার স্বাধে"।

কত কিছুই তো ভাবা যায় কিন্তু
আসল কথাতো বলা এখোনও হলো না,
এত যে " তুমি তুমি" করছি আমি কিন্তু
"তুমি" টা তো এখোনও খুজে পাওয়া গেলো না।

যার জন্য এতো ভাবনা করি
যার জন্য মনে  এতো কথা রেখেছি জমা,
কোথায় সে "তুমি" জানি না আমি
জানিনা কেমন হবে সেই প্রিয়তমা!

দোয়া করি আমি মঁহানের কাছে
যেন কাঙ্খিত "তুমি" টা আসে এই বুকে,
যেন বাকি জীবনটা পার করে দিতে পারি
আমি র্নিভয়ে নিশ্চিন্ত পরম সুখে।