অনেক দিন হলো,পৃথিবীর কান্না শুনি না
শুনতেছি শুধু এক খিট খিট শব্দ,
শব্দের জের ধরে হেটে গিয়ে দেখি
আরে পৃথিবী তো মুচকি হাসিতে মত্ত।
কে কাঁদবে আর পৃথিবীকে এখন বলো
কাঁদানোর মহামানবগুলা তো বিছানায় শুয়ে,
তাদের সকল সৃষ্টি বিকলাঙ্গ আজ
কষ্টের দেয়ার যন্ত্রটাও তাদের পরেছে নুয়ে।
পৃথিবীর বুকে এখন হচ্ছে না ক্ষত
ক্ষতিকারকরা তো নিজেকে নিয়েই ব্যস্ত,
বহুশত বছর পর সে নিচ্ছে স্বস্তির শ্বাস
আবার হচ্ছে মনোরম জীবনে অভ্যস্থ।
জানিনন কতদিন রবে পৃথিবীর হাসি
কতদিনই রবে তার এই পরিষ্কার আভা,
কবে জানি আবার দানবগুলা জেগে ওঠে
কবে জানি দিয়ে বসে আবার থাবা!
থবার আগ পর্যন্ত পৃথিবী হোক শক্তিশালী আরো
সেরে নেক নিজের ক্ষত বিক্ষত স্থানগুলির জ্বালা,
দানবরা যখন আবার ছাড়া পেয়ে যাবে তখন
না জানি পরতে হয় আরো কত আঘাতের মালা!