ক্লান্তিতে পুরা হাস ফাস, ভালো লাগে না কিছু
আসমানে সূর্য নাই, তবুও গরম ছারে না পিছু।
এখন যদি থাকতা তুমি, পেতাম প্রশান্তির ছোয়া,
চেহারাটাই যথেষ্ট,মনে পাইতাম কুয়াশার ধোয়া।
আছো তুমি দূরে বসে, দিন দিন হচ্ছো মোটাসোটা,
তবুও খুজে পাই শান্তি,তুমি দুনিয়াটা আমার গোটা।
এখন তুমি নাই, মেঘলা আকাশটাও কেমন মরা,
বৃষ্টিতেও লাগে না ভালো, যেন পরেছে কঠিন খড়া।
আকাশের গুরুম গুরুম ডাকেও ভয়ের হয় না সৃষ্টি,
এ কেমন দিন? কি অদ্ভুত! কোথাও নাই সন্তুষ্টি।

কবে হবো এক? কবে পাবো দেখা তোমার?
কবে সেই সুখ শান্তি? কবে বাহু ভরবে আমার?
এই আহত দুনিয়ায়,পদে পদে হতাশাপূর্ণ দুটি আঁখি,
কবে পাবো পুরো দমে? সেই আশা মনে পুষে রাখি।