আজ বন্দি আমরা তাদের কাছে
আজ তাদের কাছে আমরা পুতুল,
আজ ঝুকতে হচ্ছে বাধ্য হয়ে
আজ পাচ্ছি না খুজে কোন কুল।
তারা যেমনে চালায় তেমনে চলি
নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে,
তারা নিষ্ঠুর আচরন করে ইচ্ছা দ্বারা
আর খেলা করে আমাদের স্বপ্ন নিয়ে।
সরকারি হাওয়ায় উড়েবেড়ায় তারা
সরকারি তাদের মস্ত বড় ঘড়বাড়ি,
চেয়ারে বসে ওই সরকারি লোকগুলা
আমাদের আশাটা নিচ্ছে কারি।
দোষ কি তাহলে আমাদেরই বলো,
কেন আসলাম তাদের অধীনে?
নাকি আমরা পথহারা হয়ে সবাই
দিক পাচ্ছিলাম না পথ এটা বিনে?
তাহলে আশ্রয় নিয়ে তাদের ছায়াতলে
আমরা কি করেছি মস্ত বড় ভুল?
তাহলে এই জন্যেই আমাদের সবাইকে
দিতে হচ্ছে আমাদের এই ভুলের মাশুল?
ভেবেছিলাম উঠবো আমরা স্বপ্নের চুড়ায়
আমাদের রাজত্ব রাজ করার সখ জাগে,
কিন্ত কি ভাগ্যের পরিহাস দেখো তোমরা
আমরা রাজত্ব হারা রাজা হওয়ার আগে।
আমাদের বন্দি করেছো তো করেছোই
আমাদের স্বপ্নকেও তোমরা দিলানা রেহাই,
তোমাদের অধীনে রাজা হতে আসা আজ
আমরা যেনো ভাগ্যের জোড়ে কিছু হয়ে যাই।