ব্যাকুল হয়ে দিক বিদিক ছুটে
আরে কি করোরে ভাই?
পাতা খুজি ভাই পাতা খুজি
আমি থানকুনি কোথায় পাই?
থানকুনিতে হয় আরোগ্যো নিধন
অসাধ্য হইয়া যায় সাধন,
কা'বার ইমাম নাকি স্বপ্নে দেখছে
এই পাতাই মুক্ত করে করোনার বাধন।
তাই দেরি কইরো দেরি কইরো না
জলদি পাতা খুজো গিয়ে যাও,
তুমি যদি বেশি পেয়ে ফেলো তো
আমার জন্যও কিছু এনে দাও।
অবাক মনে তাকাই থাকি আমি
কি অদ্ভুত মূর্খতা ভরা ব্যাক্তি,
ধর্ম কর্ম, বিজ্ঞান কবর দিয়া এখন
গুজবই তাদের ঔশ উক্তি।
পড়ালিখা সব জ্বলে ভাসাইয়া
গুজবের সাগরে ছাড়িছে তরী,
আজ গুজব খায় তারা গুজব দেখে
গুজবে রেখেছে ঝোলা ভরি।
ঔষধ-টৌষধের গুষ্ঠি কিলাইয়া আজ
গুজবকে চিকিৎসা বানাইসে তবে,
মাঝে মাঝে চিন্তা করি আমি,
হায়! মূর্খতা ভরা জাতির কি হবে?
চারিদিকে ছাড়ানো মহামারি আজ
কেউ তো পারছে না বাচতে,
এই জাতির কিছু লোক দেখি আমি
ভালোবাসে গুজব নিয়া থাকতে।
এমন মূহুর্তেও এই অদ্ভুত জাতি
গুজব নিয়ে করে যত খেলামেলা,
আমি চিন্তা করি না জানি কবে
আমাদের যায় ফুরায়ে বেলা।