ভাবিনি তো আজ
আমার দিনটা এমন কষ্টে যাবে,
ভাবিনি তো আজ
আমাকে এমন কিছু শুনতে হবে।

হঠাৎ করে একটা বার্তা
আসলো আমাদের কাছে,
দেখে মেসেজ চিন চিন করে
ব্যাথা উঠলো বুকেরই মাঝে।

বর্তা দেখে হতবাক আমি
বিশ্বাস তো আর হচ্ছে না ভাই,
বান্ধবী আমাদের নাই মাঝে আর,
কিভাবে আমরা মেনে  যাই.?

দুইদিন আগেও দেখলাম তার
হাসি উজ্জ্বল সেই মুখ,
কিভাবে নিমিষে শেষ হয়ে গেলো,
তার এই মধুভরা সুখ?

দেখলাম পরে, এটা প্রকৃতির নিয়ম,
কখন কে যে চলে যায়,
আসা যাওয়ার নিয়ম তো নিয়ন্ত্রণ করেন,
আমার অদ্বিতীয় মহান আল্লায়।

শুনেছি আমি ভালো মানুষ যারা,
খুব তাড়াতাড়িই মারা যায়,
তাইতো থাকেনি বান্ধবী আমাদের,
এই পাপী ভরা দুনিয়ায়।

কিছু করার ক্ষমতা নাই আমাদের,
শুধু দোয়া করা ছাড়া,
আল্লাহ্ রেখো ভালো তাকে তুমি,
চলে গেলো ছিড়ে সকল দুনিয়ার মায়া।

যদি রেখে  বাকি সে কিছুটা ভুল
তোমার কাছে চলে যায়,
আল্লাহ মাফ করো তাকে,ক্ষমা করো,
তোমার ক্ষমাশীল নামের উছিলায়।

আসলো তোমার ইচ্ছায়,গেলো তোমার ইচ্ছায়
দুনিয়ার সবাইকে কাঁদিয়ে,
দয়াকরে আল্লাহ তুমি তাকে দিও
জন্নাতের উচ্চ স্থানে পৌছিয়ে।

গেলো সে কবরে, অন্ধকারের দেশে,
সেখানে রিজিক দিয়ো তুমি,
আল্লাহ্ সখ করে মা-বাবা রেখেছিলো নাম
সামিয়া পরভীন সুমি।  

(আমিন)