মাঝে মাঝে মনে হয়  
আমি গেছি তার মায়ায় পরে,
মাঝে মাঝে মনে হয়,
ভুল ভেবেছি আবেগের ঘোরে।

মাঝে মাঝে মনে হয়,
তার চেহারা আমাকে কাবু করেছে,
মাঝে মাঝে মনে হয়,
আরে না, মনকে হয়তো ভূতে ধরেছে।

মাঝে মাঝে মনে হয়,
তার ছায়ায় নিচ্ছে মন আশ্রয়,
মাঝে মাঝে মনে হয়,
হয়তো অতি আবেগ, মনকে দিচ্ছে প্রশ্রয়।

মাঝে মাঝে মনেকে প্রশ্ন করি,
নত কি হয়েছে তার কাছে, তোমার ওই শক্ত শীর?
মন উত্তরে আমাকে বলে,
নত হয় নি জনাব,কিন্তু ধরেছে খানিকটা চীর।

তাইতো বলি,কেন মন যেতে চায়
তার দিকে এত্ত বারে বারে?
কেন মন মাঝে মাঝে খুজে হুতাশি হয়ে
একটু আশ্রয় তার ওই মায়াবী নীড়ে।

বুঝতে পারছি না মনের কথা,
মনটা কি এমন দ্বিধাতেই রবে?
বুঝতে পারছি না শেষে যেয়ে,
আমার এই মনটার কি হবে?