কাঠাল গাছে আবার যে জন্মেছে পাতা
আবার হবে দ্রোহ, তৈরি হবে কথা
মুছে যাবে ঘোর, কেটে যাবে জটা
আবার আসবে বৃষ্টি,ধইরো না কেউ ছাতা।

সেই বৃষ্টিতে ভিজে নিজেকে করবে দান
সেই পোড়া বাড়ি থেকেই আসবে সুঘ্রান
সেখান থেকেই আসবে নতুন আহ্বান
সঞ্চিত হবে আবার সেই ভস্মিত প্রাণ।

আশাহত হয়ো না, সেটা হওয়া যে মানা
হোচট খেয়েও আসে সে, সেটা সবারই জানা
ঊনপঞ্চাশ বছর আগে তারা করেছিলো হানা
তারপরও ফিরেছে আদর্শ,সাক্ষীও ছিলো কানা।

নতুনের ব্যার্থতায় আজ পুরান করে পায়চারি
শান্ত মনে আজ কি অশান্তি হয়েছে জারি,
তারপরও দিতে হবে এই উত্তাল সমুদ্র পারি
ইনশাআল্লাহ, একদিন বলে উঠবে সেই পুড়ে যাওয়া বাড়ি।