হও না কেন তুমি উচু মানের
হোক তোমার সুউচ্চ বংশ,
এককের অহংকারই করে দিতে পারে
তোমার উচ্চ মানকে ধ্বংস।
মাতর কয়েক শতক সম্পত্তি নিয়ে
তাতেই পরে না পা তোমার মাটিতে,
ইতিহাসের পাতায় কত রাজা মহারাজারাও
ভিক্ষা করে বেরিয়েছে বাটিতে।
বিধাতার চাদর নিয়ে টানাটানি,
কখনোই হতে পারে না ভালো লক্ষণ।
সময় থাকতে সাবধান হও,
না হয় নিজেকেই নিজে করবা ভক্ষণ।
শয়তানের ধোকা থেকে বাঁচাও নিজেকে,
এসো সরল পথের দিকে,
অন্যথায় তামার ময়দানে বাঁ কাতারে,
তোমার আমলনাম হয়ে যাবে ফিকে।
জেদ করে কখনোও অহংকারী হইয়ো না,
শয়তান আমাদের প্রকাশ্য শত্রু,
তার পাল্লায় পরার স্বভাব থাকে যদি,
হাবুডুবু খাওয়াবে নিজ চোখের অশ্রু।
এখন নাও বুঝে আসে না তোমার
তখনতো মাটিও হয়ে যেতে চাইবা,
মোটা চামরায় আগুনের ঝলসানি
তখন কত শত বছর ধরে তুমি সইবা?
সময় থাকতে সাবধান হও,
আসো দীনের পথে,
অহংকার বাদ দিয়ে তওবা করে নাও
চরবা চির-শান্তির রথে।