ও মাঝি তুমি করে দাও আমায়
এই বিষাক্ত নদীটা পাড়,
ও মাঝি ভাসতে চাই না আমি
এই দুষিত নদীতে আর।
নদী তার রূপ পরিবর্তন করেছে
ধরন করেছে তার পানি কালো,
সে হারিয়ে ফেলেছে তার বৈচিত্র্য সব
নাই আর তার ডাক ছলো ছলো।
হরিয়ে যাচ্ছে জীবন তার বুক থেকে
বাড়ছে রকমারি প্রাণের ক্রন্দন,
বাসা বেধেছে যে জীবানু সকল
বাড়ছে তাদের জানের স্পন্দন।
দখলে নিয়েছে পুরো নদী তারা
থাকতে দিচ্ছে না আর কোন মাছ,
আনাকানাচে ঘোরাফেরা তাদের
সকল প্রাণই অসহায় তারা আজ।
যেই নদীতে মাছ নাই মাঝি
সেখানে থাকবো বলো কি করে?
বলোতো মাঝি এই বিষাক্ত নদীতে
ভাসতে কি পারবো প্রাণ ভরে?
না না মাঝি ভাসবো না আমি
এই নদী তো আমার জন্য নয়,
এই দূষিত পানিতে জীবানুদের সাথে
কিভাবে আমার ভেসে থাকা হয়?
চলো মাঝি নিয়ে যাও আমায়
পাড় করে দাও আমায় ওই অনন্ত পারে,
আমি হয়তো আর ফিরবো না এখানে
ভাসবো না আর বারে বারে।
পৌছিয়ে আমি সেই অনন্ত পাড়ে
দেখবো হারানো সেই মাছের খেলা,
তোমাকে নিয়ে আমি অনন্তের নদীতে
ভাসাবো আমার প্রাণের এই ভেলা।