ওহে! ভোরের শিশির কত নম্র তুমি
কত আনন্দদায়ক তোমার ফোটা,
আসো ঝাঁকে ঝাঁকে নেমে আসো
দাও তোমার শিক্ত ফোটার খোচা।

ভিজাতে দাও শরীর আমার এখন
তোমার ওই অণু ফোটার বিন্দুকে,
রাখবো জমিয়ে সব গুলো স্পর্শ
আমার গোপন মনের ওই সিন্দুকে।

আমি চাই ভিজতে যেমন ভিজাও তুমি
গাছ, লতাপাতা ও ঘাসের মাথা,
আমাকেও ভিজাও শিশির বিন্দু
ভিজাও তাদের মত আমাকে যথা।

কার্পন্ন তো করো না তুমি তাদের বেলায়
প্রতিদিনই শিক্ত করো নিয়ম রেখে,
আমার বেলায়ও কার্পন্ন করো না তুমি
শিক্ত করো মরা মনটাকে ঘড় থেকে ডেকে।

তুমি হয়তো জানো না, তোমার স্পর্শে
আমার মন হয়ে উঠেবে সবুজ সতেজ,
তুমি হয়তো জানো না, তোমার খোচায়
মন পাবে আমার এক নতুনত্বের আমেজ।

তুমি তো শিশির তাঁহার বিশেষ রহমত
তুমি তো সকলের জন্যই রাখা,
শিশির সাবধান আমার সাথে তুমি
করোনা তোমার নিয়ম টা বাকা।

তো আসো শিশির তুমি প্রতি সকালে
প্রতি বারই আমার দুয়ারে দিবা ডাক এসে,
বলবা, "হে মন বের হয়ে আসো এখন
যাবো শিক্ত করে তোমায় রেখে।"