তোমার অপরিচিত সেই ছোট্ট একটা মুখ
যেন আমার আগে থেকেই চেনা।
তোমার সেই বড় বড় চোখ আর মন জুড়ানো হাসি
যেন আমার বহু বছরের জানা।
মাত্র ৩ মাস আগে গমন তোমার
আমার পুরো কোলটা জুড়ে।
তখনই তোমার জন্যে জায়গা হয়েছে
আমার ছোট্ট মনের কুটিরে।
আল্লাহ যেন তোমাকে দেয় সেই সৌন্দর্য
যার হবে না কোন কারো সাথে তুলনা
কিন্তু ছোট্ট পুতুল আমার খেয়াল রেখো
সেটা যেন হয় না তোমার বাহানা।
তুমি যেন পাও এমন বুদ্ধিমত্তা
যার দ্বারা করবে তুমি বিশ্ব জয়,
এই বুদ্ধি যেন কূপথে না যায় বুঝে নিও,
এটাই তো আমার বড় একটা ভয়।
মিশবে তুমি সবার সাথে,
বন্ধু তুমি টেনে নিবে কাছে,
এমন কাউকে বেছে নিও না গো
যেন তুমি পরে যাও সবার পাছে।
দোয়া করি তুমি এমন জীবন সঙ্গী পাও
যে দেখাবে তোমাকে শুধু আল্লাহর ভয়,
সাবধান গো সাবধান, এইক্ষেত্রে
তোমার কোন ভাবেই যেন ভুল না হয়।
অনেক আশা আকাঙ্খা তোমাকে নিয়ে
তাইতো তোমাকে চোখে চোখে রাখি,
তুমিই তো আমার একমাত্র শ্রেষ্ঠ উপহার
আমার তুমি ছোট্ট মানহা পাখি।