ভালোবাসা,
তুমি আসলেই কি ভালো?
তুমি নাকি সত্তিই মানুষের মনে
জ্বালাও অনুভুতির আলো?
নাকি তুমি নিছকই
এক ছলনার জাল,
একের জীবন শেষ করে,
তুলো অন্যের মনে তাল?
আমি দেখেছি অনেকের জীবন
হয়ে গেছে একবারে নষ্ট
অনেকে গেছে খারাপের দিকে,
না সইতে পেরে এই কষ্ট।
অনেকে শেষ করেছে জীবন
যা ছিলো তার মহামুল্যবান,
তো অনেকে হয়েছে আশক্ত
অনেকের পাগলখানায় স্থান।
মেয়েরা কাঁদে ঘড়ের কোনে বসে
কোন সময় ঝুলে পরে ফেনে,
ছেলেরা কাঁদে নিরবে বসে,
বিড়িটা গভীর টেনে টেনে।
তো বলো ভালোবাসা,
তুমি কি আসলেই মহান?
তুমি কি দিতে পেরেছো সুখ
হতে পেরেছো বিশ্ব বলিয়ান?
তুমি উত্তীর্ণ হতে পারো নাই,
তুমি অনুত্তীর্ণ ভালোবাসা,
তুমি কিছু মানুষকে করেছো সুখি
বেশিরভাগই পেয়েছে অপূর্ণতা।