যদি ধেয়ে আসে ওই মহাদল
ওই ছোট পোকা বিশিষ্ট পঙ্গপাল,
অসহায় হয়ে পরবো আবার মোরা
হাত ছুয়ে যাবে নিজের গাল।
শস্য সকল খেয়ে যাবে তারা
যেন এক ইয়াজুজ-মাজুজের মত,
পারবে না ঠেকাতে হয়তো তাদের
কৌশল অবলম্বন করো তুমি যত।
টাকা থাকবে ঝোলা ভরা তখন
কিন্তু গোলায় থাকবে না কোন ধান,
কি হবেই বা তখন টাকা দিয়ে
কিই বা এই কাগজের রবে অবদান?
কি ভাবছো তোমরা?
এই সব আঘাত এমনে এমনেই আসে?
নিজ ভিরতে ঢুকে দেখো তুমি
নিজেদের কারনে এইসব বাসা বাধে।
তাইতো ভয় হয় আমার,
না হয় এটা আর একটা মহামারী,
ভীষণ ডর লাগে আমার,
না হয় এটা কোন দূর্ভীক্ষের গাড়ি।
আসন্ন বিপদতো মনে করিয়ে দেয়,
মহামানবের চিরন্তন বানী সেই,
"এক বছরের খাবার জমা রাইখো
এমন অবস্থা আঘাত করবে যেই"।