হাই! আমি পৃথিবী
আজ আমি ফিরে পাচ্ছি আমার জান,
কিন্তু দুঃখিত আমি ধাত্রী সত্যি করে
বিনিময়ে নিচ্ছি তোমাদের প্রাণ।

কি করবো বলো তোমরা?
পাচ্ছিলাম না আমি কোন উপায়,
তাইতো তোমাদের জানটা বিসর্জন দিয়ে
নিচ্ছি আমি নিজেকে সুধরায়।

যদি তোমরা মানতে সবাই আমার নীতি
যদি দিতা তোমরা আমাকে রেহায়,(রেহাই)
আজ পরতে হতো না মহাবিপদে তোমাদের
হতানা আজ তোমরা এতোটা অসহায়।

জর্জরিতা করেছো আমায় অনেক তোমরা
নিজেদের প্রতি জুলুমের ছাড়িয়েছো মাত্রা,
তাইতো সইতে পারিনি ধাত্রী আমি আর
আমার দোয়া করিলো তাঁহার দিকে যাত্রা।

শুনিলো সে আমার আর্তনাদ ও কান্না
শুনিলো তাদের, যাহারা ছিলো অসহায়,
দেখো শক্তিশালী জাতি বর্গ তোমরা
কতটা হয়ে পরলে করুন নিরুপায়।

আজ তোমাদের বিপদে আমি ধাত্রী শান্তি
নিচ্ছি বহু বছর পর শ্বাস প্রাণখুলে,
আজ আমার আলো বাতাস মুক্ত সবাই
দেখছি আজ পরিষ্কার আকাশটাও চোখ মেলে।