দেখো তাকিয়ে প্রকৃতির দিকে
নেমে আসছে যেন আকাশ,
শীতে সকালে মুচকি হাসিতে
বরণ করে নিলাম সকালের বাতাস।
ঘন ঘন ঝড় কোয়াশার ধোয়ায়
ভিজে গেছে চুল আমার একরাশ,
ঝড়ঝড় পানির মৃদু ছিটনিতে
দেখাও যায় না চারদিক আশপাশ।
তারপরও যেন এই ঘন কুয়াশা
ডাকছে নতুনের দিকে আমাকে,
বলছে যেন, শিক্ত হয়ে নাও তুমি
ভুলে এই কঠিন বাস্তবতাকে।
ঘাসের মত করে শিশিরে ফোটায়
ভিজে শিক্ত লোম আমার গায়ের,
ধরণী তার ভিজা চুল দ্বারা
ধুয়ে দিচ্ছে শরীর আমার পায়ের।
কুয়াশার বৃষ্টিতে গাছপালা যেমন
করে নিলো পবিত্র গোসল,
কুয়াশার বৃষ্টিতে মাথা ভিজালো যেমন,
কৃষকের কষ্টে ফলা হলুদ ফসল।
ধন্য আমি আসতে পেরছি
এই অপরূপা পৃথিবীর দোয়ার,
লক্ষ কোটি কৃতজ্ঞতা জানাই
আমার ওই মহান পরো-ওয়ারদিগার।