ভাবছি দিবো উড়াল আমি
যাবো আমার স্বপ্নের দেশে,
যখানে থাকবে না হিংসা বিদ্বেষ
থাকবো সবাই মিলে মিশে।
যেখানে করবে না কেউ কাউকে কটুক্তি
করবে না কেউ কাউকে হেয়,
যেখানে বন্ধুত্ব হবে বিধান সবার
সবার কাছে মনুষ্যত্ব হবে সবার প্রিয়।
এমন একটা স্বপ্নের দেশে দিবো উড়াল
ওইখানে সকল জাতি হবে ভালোবাসায় সমান,
কখোনও হবে না তাদের মধ্যে কোন ভেজাল
সকল জাতিই রাখবে জাতির মান।
যেথায় পাখি উড়ে বেড়াবে নির্ভয়ে
থাকবে না কোন শিকারীর হানা,
যেথায় বনের বন্যরাও হাটবে দাপটে
অকুতোভয়ে খুনসুটি করবে তাদের ছানা।
ওইদেশে গাছেরাও মাথা উচু করবে
সেই সুউচ্চ আকাশ পানে,
কাটা পরার ভায়ও থাকবে না তাদের
হবেনা কোন ক্ষতি তাদের জানে।
ওইদেশের বাতাস হবে সুগন্ধিযুক্ত
বইবে সুন্দর ছলছল,
ওইদেশের নদীরও থাকবে চলার স্বাধীনতা
থাকবে সেখানে স্রোতের কলাহোল।
এমনই এক স্বপ্নের দেশে দিবো উড়াল
করবো সেখানে একটু ছোট্ট বাসা,
কাটাবো দিনকাল পরম সুখে
মিটাবো মনের সব নুতুন পুরোনো আশা।