জানতে চাই না কোন কিছুই,শরম লাগে জানতে,
আবার কানপড়া ঠিকই শুনি,বেশরমা হই মানতে।
লজ্জার আমি মাথা খাইছি, যুগটা এমনি ফেল মারে,
চিলে নিছে কান আমার, চিলের পিছেই দৌড় পারে।
কানেতো দিলাম না হাত ,আসলে সত্যি নিলো কি?
চিলেরে ডাকি বরং বার,কানটা আমার গেলো নি!
যেই থালে খাইলিরে মন,সেটাই করলি ফুডা তুই,
মিথ্যা দিয়া রাজ্য করে,রাজার তকমা পাইলি ওই।
ইনাই বিনাই কথা বনাইয়া, স্বর্থ হাছিল করতে চাই,
দেশের শপথ নিয়াও আজ বিবেকে ভরেছি শুধু ছাই।
দূর প্রবাসে বইসা বইসা,না জাইনাই গুতাগুতি,
পন্ডিতি করতে মজা লাগে, না বুইঝা ক্ষয়ক্ষতি।
নাই নিজের যোগ্যতার তলা,ফুডা আমার ওই তরী।
নৌকা আমার অর্ধেক ডুবা,জাহাজের সাথে লড়ি।
চিন্তা আমার ঘাসে গেছে, বর্গা দিয়া দিছি বুদ্ধি,
মানুষরে ঠিক করতে লাগে মজা,নিজের নাই শুদ্ধি।
বাপের আগে ঠাউল্লা হইয়া,জাহির করি আমি জ্ঞানী,
মানুষতো না, পশুও না, আমি এক ভিন্ন রকম প্রাণী।