প্রস্তুুত থাকো মন যখন তোমাকে
স্বরন করে বসবে মরণ,
এখানে ওখানে তাকাইয়া লাভ হবে না
করতে বাধ্য তুমি তাকে বরণ।
কত রঙ ঢং ছল চাতুরি করলা
তুমি আর দুনিয়া মিলে এক সাথে,
পালাবার জায়গা পাবানা মন
যখন মরন উঠবে তোমাকে নিয়ে মেতে।
তার থাবার কাছে কিছুই না তোমার
বিশাল অর্থ সামর্থ্য, সম্মান আর শক্তি,
প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহন করতেই হবে
এইটা মহান সৃষ্টিকর্তার উক্তি।
"প্রত্যেকের" মধ্যেতো তুমিও আছো
তুমিও তো একটা মামুলি প্রাণ,
যন্ত্রনায় কত দিক ছুটবা, পালাতে চাইবা,
যখন মৃত্যুদূত দিবে জান ধরে টান।
যদি চাও কমাতে মৃত্যুর যন্ত্রনা তোমার
তো রেখে যাও তোমার উত্তম কাজটা,
মহান রবের বানী মেনে চলো তুমি
মৃত্যুদূতও আরামে রাখবে তোমার জানটা।
তাই মন বলি তোমায়,ছাড়ো বাটপারি সব
ফিরে চলো তাঁর পানে, যে অসীম দয়াময়,
তাইতো জ্ঞানীরা বলে,প্রকৃত সুখী সেই
যার মরণটা সুন্দর ও অনেক সুখের হয়।