৯ টি ঈদের জামা পরে আছে
অপেক্ষা করছে আম্মু তোমার।
বলনা কবে ফিরবে বাবার কোলে?
জামা পড়ে মন ভরাবে আমার?

ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে
যদি না থাকো তুমি আমার পাশে।
জানো আম্মু?  প্রথম ঈদ তোমার,
বুকটা ভরিয়েছি কত আশে!

টুপি কিনবো জুতো কিনবো,
ছিলো এদুটু কেনা শুধু বাকি।
অসুস্থ হয়ে বিছানায় পরা তুমি,
জানো? মনটা চুরমার, হয়েছে ফাকি।

দোয়া করি আম্মু সুস্থ হও তুমি
চলে আসো জলদি বাবার কাছে।
দেরি করলে মনে শান্তি আসবে না,
তোমার বাবা  অধীর আগ্রহে আছে।