ওই যে ডাকে, মুয়াজ্জিন তরে,
আয় মানুষ কল্যানের দিকে আয়।
তরে ডাকে তর রব্ সান্নিধ্যে,
এই সৌভাগ্য আর কতক পায়?
কেন পরিহাস করিস? কেন আলসেমি?
বুঝিতে পারিস না কি তর বিবেগ দিয়ে?
রবের ঘর তোকে ডাকছে বোকা,
চিন্তা কর, হাশরে উঠবি কি নিয়ে?
দেখ, কি চক্ষু জুড়ানো আলোকসজ্জা
কাছে টানছে তোকে চির শান্তির পথে,
সময় থাকতে করিসনারে দেরি,
সাক্ষী নে,সেই ময়দানে তোর সাথে।
ওই মহা উঞ্চ রৌদ্রউজ্জল দিনে যখন বলিবে সে
"হে বিশ্ব প্রতিপাল, উনিই ছিলো আমার খোরাক,
তর থাকিবে না কোন কষ্ট বোকা,
এটাই হবে, তোর পুলসিরাতের বোরাক।