বঙ্গবন্ধু সেই নাম
যার নামে বাংলা হয় আলোকিত,
বঙ্গবন্ধু সেই নাম
যার নামে বাঙালীর রক্ত হয় শিহরিত।

যেই নামটা সৃষ্টি না হলে
হতো না আমার দেশ বাংলা,
যেই নামটা উছিলা না হলে
পেতাম না স্বাধীনতার মালা।

যেই নামের উপস্থিততে
রেসকোর্সে জেগেছিল আশা,
যেই নামের ধ্বনিতে রক্তে উঠেছিলো
টগবগে বিজয়ের নেশা।

পাকিস্তানি হানাদারের হানায় যখন
আমার দেশের মানুষ ভীতসন্ত্রস্ত,
বঙ্গবন্ধুর এক হুঙ্কারই করেছিলো
তাদের হনাদার তাড়ানোয় মত্ত।

"তোমাদের যা কিছু আছে তাই নিয়ে,
শত্রুর মোকাবিলা করতে হবে",
কিভাবে আর বসে থাকে সাত কোটি প্রাণ
দেশ স্বাধীন করতেই হবে তবে।

ঝাপিয়ে পরলো বীর মুক্তিসেনারা
বির্সজন দিয়ে রক্ত ও গায়ের চাম,
ভয় থাকে না মনে পরে যখন,
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির  সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।

দীর্ঘ নয়টি মাস যুদ্ধ হলো
করলো দেশ স্বাধীন শেষে,
দশ জানুয়ারী পদার্পন করলো বন্ধু
শান্তির এক হাসি হেসে।

বিশ্বকবিকে করেছিলেন ভুল প্রমাণ তিনি
তা কি তোমরা কেউ জানো নাকি.?
কবিগুরু ভুল বলেছিলেন একদিন
"হে মুগ্ধ জননী,রেখেছো বাঙ্গালী করে মানুষ  করোনি"

দেখো বিশ্ব, দেখো তোমরা চেয়ে
এমন বাঙ্গালী কি তোমার বুকে আছে.?
যিনি শত বছর আগে জন্ম নিয়েও
কোটি কোটি বাঙ্গালীর মুখে হাসে।