কবি, তোমার চিন্তন শক্তি অনবদ্য !
নারীজাতির প্রতি তোমার সম্মান তোমায় করে তুলেছে অনন্য !
কিন্তু কবি, তুমি কি কখনো ভেবে দেখেছো
সেইসব 'কুমারী'র কথা
যারা দিগন্তের ওপারে ঘন কালো মেঘেদের আবডালে,
দেহমনের সমস্ত সত্তায় খোলামাঠ অন্ধকার জড়িয়ে,
প্রতিটা ক্ষন- প্রতিটা মুহূর্ত করে চলেছে আলোর প্রতীক্ষা ?
যারা রাতগন্ধের অপূর্ণতাকে ঢাকবার জন্য
পাথরের মতো কুড়িয়ে নেয় মেকি সূর্যের আলো ?
যারা পড়ন্ত বিকেলে জ্বলন্ত অগ্নিকুন্ডকে দেহঘরে মিশিয়ে
দিনের পর দিন পরিণত হচ্ছে জীবন্ত লাশে !
'আর একটা অন্ধকার এলেই' তারা মিটিয়ে ফেলে
'জ্বলন্ত সূর্যের সুদ!'
কিন্তু তারা কি করবে কবি,
যাদের প্রতিটা দিন প্রতিটা রাত কাটে প্রকৃত সূর্যের অপেক্ষায় ?
যারা দগ্ধ হয়ে চলেছে আত্মগ্লানির দাহে ?
যারা নিঃশেষিত প্রায় একটা নতুন ভোরের প্রতীক্ষায় !